3 Monthly Profit Bearing Sanchayapatra [ ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ] (Tin Mash Antar Munafa Vittik 3-Year Sanchayapatra) This Sanchayapatra was introduced in 1998 Denomination: Tk.1, 00,000/-; Tk. 2, 00,000/-; Tk. 5, 00,000/- and 10, 00,000/-. Issue Office: National Savings Bureau, Bangladesh Bank, Schedule Bank and Bangladesh Post offices Download 3 Years Bangladesh Sanchayapatra form Who can purchase: A certificate may be purchased by any of the following, namely- A single adult; A minor; Two adults in their joint names and An adult on behalf of-a single minor, two minor jointly, himself/herself and a minor jointly and any lunatic of whom he is the guardian or manager appointed by a court of law. How to Purchase: To submit a dully fill-up prescribed application from (SC-1) along with photocopy of National Identity Card or Passport or Birth certificate, 02 copies of passport size photograph each of holder and nominee
Laxmipur Govt. College is one of the most famous and prominent
colleges of the southern region of Bangladesh. The college was established in 1964.
Laxmipur Govt. College is a public college in Noakhali, Bangladesh.
Address of Laxmipur Govt. College| EIIN of Laxmipur Govt. College |
College code of Laxmipur Govt. College| Website of Laxmipur Govt. College|
Contact No. of Laxmipur Govt. College | Logo / Monogram of Laxmipur Govt.
College:
Laxmipur Govt. College| Lakshmipur Government
College
EIIN of Laxmipur Govt. College: 106998
Address: Laxmipur Sadar,
Post Office: Laxmipur,
Post code: 3700
Upazila: Sadar,
District: Laxmipur.
Phone/ Contact:
Mobile: 01711960062
Phone: 0381-61524
Website of Laxmipur Govt. College: http://laxmipurgovtcollege.edu.bd
More About Laxmipur Govt. College: লক্ষ্মীপুরের জ্ঞান তাপস, আলোর পথের পথিকৃত ও আলোকিত মানুষ মরহুম অধ্যক্ষ
আবদুল জব্বার এবং স্থানীয় দানবীর, শিক্ষানুরাগী ও সমাজসেবীদের আন্তরিক সহযোগিতায় ১৯৬৪
সালের জুলাই লক্ষ্মীপুর সরকারি কলেজের অগ্রযাত্রার শুভ সূচনা হয়। ১৫০ জন শিক্ষার্থী,
১৪ জন শিক্ষক ও ৮ জন কর্মচারি নিয়ে যাত্রা শুরু করা হয় । কলেজটির বর্তমান জমির পরিমাণ ১০.৬৩ একর । মানবিক
ও বাণিজ্য শাখায় উচ্চ মাধ্যমিক শ্রেণির মাধ্যমে যাত্রা শুরু করলেও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
মরহুম আবদুল জব্বার সাহেবের দৃঢ়তা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারি ও স্থানীয় বিদ্যানুরাগীদের
আন্তরিক সহযোগিতায় অল্প দিনেই কলেজটি ব্যাপক সফলতা অর্জন করে। ফলে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে
বিজ্ঞান শাখা ও স্নাতক শ্রেণিতে বি.এ, বি.কম ও বি.এস-সি শাখার অনুমোদন লাভ সহজ হয়ে
পড়ে ।
Main Campus of Laxmipur Govt. College |
১ মার্চ ১৯৮০ইং তারিখে উক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের ফলে অগ্রযাত্রার
এ ধারা আরো গতিশীল হয় যার ফসল আজকের অনার্স, মাস্টার্স কলেজ। বর্তমানে এ কলেজের প্রায়
সাড়ে নয় হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত। এখানে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী (পাস) কোর্স
ছাড়াও ১৯৯৫ সাল থেকে অনার্স কোর্স চালু হয়ে
বর্তমানে ১১টি বিষয়ে অনার্স কোর্স ও
৭টি বিষয় মাস্টার্স কোর্স চালু রয়েছে। অনার্স বিষয়গুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান,
ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, বাংলা, ইংরেজী, ইসলামী শিক্ষা, অর্থনীতি, পদার্থবিজ্ঞান,
রসায়ন ও গণিত।
মাস্টাস বিষয়গুলো হলো রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান,
অর্থনীতি, ইসলাম শিক্ষা ও গণিত। এছাড়া ২০০৫ থেকে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা
বিষয় মাস্টার্স ১ম পর্ব চালু রয়েছে। চারটি
ত্রিতল ভবনের সমন্বয়ে কলেজ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম প্রবাহমান। ভবনগুলোতে ছোটবড়
মিলিয়ে প্রায় ৬০টি কক্ষ রয়েছে। আরো একটি ৫তলা একাডেমিক ভবন নির্মাণাধীন । এছাড়া রয়েছে
১টি লাইব্রেরি/ভবন ১০০ সিটের ১টি ছাত্রীনিবাস,
৩০ ও ২০ সিটের ২টি ছাত্রাবাস।পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুশৃংঙ্খল জীনব
যাপন ও মানবতার সেবায় এগিয়ে আসার মানসিকতা তৈরীর লক্ষ্যে কলেজে রয়েছে ঐতিহ্যবাহী রেড
ক্রিসেন্ট, বি.এন.সি.সি, রোভার স্কাউট ও গালর্স ইন রোভার ইউনিট। মুসলমান ছাত্রদের নামাজ
পড়ার সুবিধার্থে রয়েছে দুটি মসজিদ। হিন্দু শিক্ষার্থীদের পূজার জন্য পূজা পর্ব তৈরী হয় সুসজ্জিত পূজামন্ডপ । স্থানীয়,
বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অত্র কলেজের শিক্ষার্থীদের গৌরবজনক সাফল্য
রয়েছে।
Comments
Post a Comment