Skip to main content

Featured Post

3 Years Bangladesh Sanchayapatra | ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

3 Monthly Profit Bearing Sanchayapatra [ ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ] (Tin Mash Antar Munafa Vittik 3-Year Sanchayapatra) This Sanchayapatra was introduced in 1998 Denomination:   Tk.1, 00,000/-; Tk. 2, 00,000/-; Tk. 5, 00,000/- and 10, 00,000/-.  Issue Office:    National Savings Bureau, Bangladesh Bank, Schedule Bank and Bangladesh Post offices Download 3 Years Bangladesh Sanchayapatra form Who can purchase: A certificate may be purchased by any of the following, namely-  A single adult; A minor; Two adults in their joint names and An adult on behalf of-a single minor, two minor jointly, himself/herself and a minor jointly and any lunatic of whom he is the guardian or manager appointed by a court of law. How to Purchase: To submit a dully fill-up prescribed application from (SC-1) along with photocopy of National Identity Card or Passport or Birth certificate, 02 copies of passport size photograph eac...

Time Table | Schedule | Circular for 38 BCS and 39 BCS Examination

৩৮তম ও ৩৯তম বিসিএসের পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার সকালে পিএসসির বিশেষ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত।

সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ও ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘৩৮তম ও ৩৯তম বিসিএসের পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। আমরা ৩ আগস্ট ৩৯তম বিসিএসের পরীক্ষা নেব ও ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ৮ থেকে ১৩ আগস্ট এই বিসিএসের কম্পোলসারি বিষয়ের পরীক্ষা হবে। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। পাশাপাশি ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জন্য আমরা কাজ করছি।’ তবে কবে এই ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

৩৯তম বিসিএস চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএস। পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন (ক্যাডার) প্রথম আলোকে বলেন, মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারিতে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই বিসিএসে আলাদা করে লিখিত পরীক্ষা হবে না। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার লিখিত পরীক্ষা হবে। প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০। লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। তাঁরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

গত বছরের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হয়। বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। পিএসসি সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

Source: প্রথম আলো

Comments

Popular posts from this blog

List of colleges in Dhaka District under National University | Colleges in Dhaka District

District wise Colleges list under National University/ National University affiliated college in Dhaka: List of colleges with college code under National University in Dhaka District of Bangladesh / National University affiliated college in Dhaka is given bellow: SL College Code Name of the College View Details 1 6401 SAVAR COLLEGE Details 2 6402 DHAMRAI GOVT. COLLEGE Details 3 6403 NABOJUG COLLEGE Details 4 6404 JOYPARA COLLEGE Details 5 6405 DOHAR NAWABGANJ COLLEGE Details 6 6406 ISPAHANI COLLEGE , RAMERKANDA Details 7 6407 KERANIGANJ MAHILA COLLEGE Details 8 6408 DHAKA CITY COLLEGE Details 9 6409 MIRPUR GIRLS IDEAL COLLEGE Details 10 6410 NEW MODEL DEGREE COLLEGE Details 11 6411 GOVT....

List of colleges in Bogra District under National University | Colleges in Bogra

District wise Colleges list under National University / National University affiliated college in Bogra: List of colleges with college code under National University in Bogra District of Bangladesh / National University affiliated college in Bogra is given bellow: Serial College Code Name of the College 1 2701 GOVT. AZIZUL HAQUE COLLEGE 2 2702 GABTALI COLLEGE 3 2703 SONATALA NAZIR AKHTER COLLEGE 4 2704 ADAM DIGHI RAHIMUDDIN DEGREE COLLEGE 5 2705 BOGRA GOVT. MUJIBUR RAHMAN MAHILA COLLEGE 6 2707 GOVT. SHAH SULTAN COLLEGE 7 2708 SHIBGANJ M. H. COLLEGE 8 2709 MAHASTHAN MAHISAWAR COLLEGE 9 2710 NAMUJA DEGREE COLLEGE 10 2711 SHERPUR COLLEGE , BOGRA 11 2712 SYED AHMED COLLEGE , SUKHANPUKUR 12 ...

List of Teachers Training Colleges

List of Teachers Training Colleges, List of Teachers Training Colleges under national university, Teachers Training Colleges in Bangladesh, list of Teachers Training Colleges in Dhaka A teacher training college or a teacher training college is a college of higher education that specializes in training students to be teachers. Many public universities offer similar facilities, a number of which acquired their provision by taking over a teacher training college or by a teacher training college evolving into a university. In Bangladesh, teacher training colleges are monitored by National University. List of Teachers Training Colleges under National University are given bellow: Serial Colleges Name District 1 Alauddin Ahmed Teacher's Training College Kushtia 2 Amirul Islam Kazi Teacher's Training College Khulna 3 Bagh AshraTeacher's Training College Jessore 4 Bangladesh Insti...